ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি শুরু

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি শুরু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির র‌্যালি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টায় এ প্রতিবাদ ও সংহতি র‌্যালি শুরু হয়েছে।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার ঘুরে বাংলামোটরে গিয়ে শেষ হবে র‌্যালিটি।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‌্যালিতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন।

ঢাকার পাশাপাশি দেশের অন্য মহানগরেও উল্লিখিত কর্মসূচি পালন করছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS