News Headline :
ট্রাম্প অভিনীত সিনেমার দৃশ্যটি এখন পরিচালকের গলার কাঁটা! আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী খেলোয়াড় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে ১১৩৭ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি 
গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের

গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের

ফিলিস্তিনের গাজা ও রাফা এলাকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের মানবতাবাদীদের প্রতিবাদকে এক অভূতপূর্ব ঘটনা হিসেবে অভিহিত করে এমন প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার গোপনে ও প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে সখ্য গড়ে তোলে। হাসিনা সরকার প্যাগাসাস আমদানি করে দেশের রাজনীতিকসহ সাধারণ মানুষের কথোপকথনে আড়ি পেতে নিরাপত্তাকে নষ্ট করে দিয়েছে।

বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের যে নিষেধাজ্ঞা ছিল তাও উঠিয়ে দিয়ে ইসরায়েলের প্রতি নিজেদের আনুগত্যের প্রকাশ ঘটিয়েছে ফ্যাসিস্ট সরকার।

শুধু তাই নয়, ভারতের ‘র’ এর নির্দেশে ইসরায়েলের কাছ থেকে বুদ্ধি ও পরামর্শ নিয়ে আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের ওপর নারকীয় তাণ্ডবলীলা চালিয়েছে। সে কারণে জায়নবাদী ইসরায়েল যখন নীরিহ শিশু, নারীসহ সর্বস্তরের মানুষকে নিষ্ঠুরভাবে নিশ্চিহ্ন করছে, গণহত্যা চালাচ্ছে, তখন সে ব্যাপারে আওয়ামী ফ্যাসিস্টদের মুখে কোনো কথা শোনা যাচ্ছে না, বলেন বক্তারা।

তারা আরও বলেন, উল্টো চলমান প্রতিবাদী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এজেন্ট ঢুকিয়ে দিয়ে তার ভিডিও ও ছবি তুলে ফেসবুক সয়লাব করে দিচ্ছে। এ কাজে তারা এআই প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছে। যেটা আসলে ইসরায়েলেরই একটা চাল। এদেশে তার বাস্তবায়ন করছে পতিত ফ্যাসিস্টরা। এর মধ্য দিয়ে তারা বর্বর ইসরায়েলের বিরুদ্ধে জনবিক্ষোভকে আড়াল করতে চাচ্ছে।

সোমবার দেশব্যাপী স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলনে দেশের কয়েকটি স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের তীব্র নিন্দা জানানো হয় মানববন্ধন থেকে। বলা হয়, আন্দোলন করেছেন মানবতাবাদীরা। লুটপাট করেছেন আওয়ামী ফ্যাসিস্টদের অনুসারীরা। তাদের আটক এবং তাদের পরিচয় জাতির সামনে তুলে ধরা হোক।

একই সঙ্গে ইসরায়েলের যেসব পণ্য এদেশে আমদানি করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ, প্যাগাসাস বাতিল, পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দের পুনরুল্লেখ করার দাবি জানানো হয়। পাশাপাশি দেশের মানুষকে সব প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে করারও আহ্বান জানানো হয়।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, লেখক গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজিন খান, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ও জুয়েল মৃধা, বাংলাদেশ শিক্ষক সমিতি যশোরের সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ও শিক্ষার্থী আজমিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS