পৃথিবীকে ফিলিস্তিনিশূন্য করার মিশনে নেমেছে ইসরায়েল। নারী ও শিশুদের হত্যা করে উল্লাস করছে ইসরায়েলি বাহিনীর সদস্যরা।গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে গণহত্যা চালিয়ে আসছে নেতানিয়াহুর সেনারা।
আল জাজিরার প্রতিবেদন বলছে, গাজায় গত ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এক হাজার ৩০৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা।
ইসরায়েলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন সব শ্রেণি০পেশার মানুষ। বিশেষ করে আরব ও বিশ্ব নেতাদের সমালোচনা করছেন সাধারণ মানুষ থেকে তারকারা।
গাজার নিরপরাধ নারী-শিশুকে রক্ষায় এগিয়ে না আসার কারণে বিশ্ব নেতাদের সমালোচনায় এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
তিনি লিখেছেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।
জয়ার প্রশ্ন, বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে?
জয়া আরও লেখেন, মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।