ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।  

সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজের পর কিশোরগঞ্জ জেলা শহরের শহীদী মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়।  

এতে ইমাম-ওলামা, মসজিদের মুসল্লিসহ সাধারণ জনগণ এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।  

এসময় তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবর, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিনে হামলা কেনো, জাতিসংঘ জবাদ দে-ইত্যাদি স্লোগান দেন।  

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা দেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববারের (৬ মার্চ) নিহতের সংখ্যাসহ গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ভূখণ্ডটিতে প্রাণহানি প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS