বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ এবং তা দেশের জন্য ভালো কিছু নিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
 
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে।যা দেশের জন্য অনেকটাই পজেটিভ হবে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভোলায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ঢাকা সিটির সাবেক মেয়র প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান পার্থ।
এ সময় গণমাধ্যমকে আন্দালিব রহমান পার্থ বলেন, দেশে বড় সংস্কারগুলো আগে প্রয়োজন। এজন্য আমরা ইউনূস সরকারকে সাহায্য করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী।  

আগের যেকোনো সময়ের তুলনায় বিজেপি শক্তিশালী বলে মন্তব্য করে পার্থ বলেন, জুন মাস থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ-আলোচনায় যাব। শুধু সংস্কারের ওপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।  

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে যেসব সংস্কার করা উচিত; বিশেষ করে বড় সংস্কারগুলো করা উচিত। যে সংস্কারগুলোর সঙ্গে সবাই একমত হয় সেগুলো করা উচিত। কারণ, এতো বছর সংস্কার না করার কারণেই নির্বাচন হয়নি। কারণ, জনপ্রতিনিধিদের কাছে জনগণের একটা আকাঙ্ক্ষা রয়েছে। সে বিষয়গুলো মাখায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

বিজেপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।

এর আগে দলীয় নেতাকর্মীরা তাদের নেতা আন্দালিব রহমান পার্থকে বরণ করতে ইলিশা লঞ্চঘাট এলাকায় উপস্থিত হন। আগামীকাল (রোববার) মরহুম নাজিউর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিক পালিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS