ইসরায়েলের বিমান হামলায় লেবাননের বৈরুতের দক্ষিণের এক উপশহরে অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।
হামলায় আহত হয়েছেন আরও সাতজন। এই হামলা ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতিকে আরও চাপে ফেলেছে।
গত কয়েক দিনের মধ্যে দাহিয়াহ এলাকায় এটি দ্বিতীয় হামলার ঘটনা। সেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। গত নভেম্বরের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেখানে হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা এক হিজবুল্লাহ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনায় ওই সদস্য হামাসকে সহায়তা করেছিলেন। হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলছেন, এটি গুরুতর হুঁশিয়ারি। অন্যদিকে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
সোমবার দিবাগত গভীর রাতে কোনো পূর্বসতর্কতা ছাড়াই হামলাটি চালানো হয়। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি আবাসিক ভবনের উপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা (আইএসএ) এক বিবৃতিতে হামলা চালানোর কথা স্বীকার করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত শুক্রবার ইসরায়েল প্রথমবারের মতো বৈরুতে হামলা চালায়।