দিনাজপুরের ঘটনায় আরিফা রুমার অপপ্রচারের বিষয়ে পুলিশের সতর্কতা

দিনাজপুরের ঘটনায় আরিফা রুমার অপপ্রচারের বিষয়ে পুলিশের সতর্কতা

দিনাজপুর শহরের চুড়িপট্টির শ্যামরাই দুর্গামন্দিরের ভেতরে রাখা তুলার স্তূপে অগ্নিকাণ্ড নিয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) এক বার্তায় পুলিশ বলেছে অগ্নিকাণ্ডের ঘটনাটি শর্ট সার্কিটের কারণে ঘটলেও আমেরিকা প্রবাসী জনৈকা আরিফা রহমান রুমা ফেসবুকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করেন।আরিফা রহমান রুমা বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির সাবেক কাউন্সিলর ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের সঙ্গে জড়িত রয়েছেন। প্রকৃত ঘটনাকে আড়াল করে এ ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকুন।

অগ্নিকাণ্ডের বিষয়ে বলা হয়, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর জেলার সদর থানার পৌর ভূমি অফিস সংলগ্ন শ্রী শ্রী শ্যামরায় ঠাকুর বাড়ি দুর্গা মন্দিরে (বর্তমানে তুলার গুদাম হিসেবে ব্যবহৃত) রক্ষিত তুলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ড ঘটে। এতে তুলা পুড়ে ক্ষতিসাধিত হয়।  

ফায়ার সার্ভিসের প্রচেষ্টা ও পরবর্তীতে ভেকু দিয়ে পুড়ে যাওয়া তুলা সরিয়ে নিলে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে স্থানীয়রা জানান, মন্দিরের ভেতরের ওই জায়গাটি তুলার গোডাউন হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এর আগেও ওই এলাকায় তুলার গোডাউনে আগুন লেগেছিল। তখন থেকেই এই এলাকায় তুলার গোডাউন না রাখার দাবি জানিয়েছিলেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS