নারীবিষয়ক সংস্কার কমিশন, স্বাস্থ্যখাতবিষয়ক সংস্কার কমিশন, শ্রমবিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্থানীয় সরকারবিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১৮ নভেম্বর এসব সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।