বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। দুপুরে সিনেমাটি দেখেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। সন্ধ্যায় চলচ্চিত্রটির ছাড়পত্র মেলে। ছাড়পত্র পেলেও ‘কাট’, ‘আনকাট’ নিয়ে রয়েছে ধোঁয়াশা। সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা থেকে সদস্যরা কেউই বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।
নাম প্রকাশ না করার শর্তে সার্টিফিকেশন বোর্ডের একাধিক সদস্য প্রথম আলোকে জানিয়েছেন, বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনেই গতকাল পুনরায় জমা হয় ‘বরবাদ’, যেখানে কিছু দৃশ্য ছেঁটে ও পরিমার্জন করা হয়েছে। এ ছাড়া প্রথম জমা দেওয়া কপিতে একাধিক কারিগরি ত্রুটি ছিল, গতকালের কপিতে তা সংশোধন করা হয়েছে।
সদস্যরা আরও জানিয়েছেন, পর্যবেক্ষণের বিষয়গুলোর সঙ্গে একমত হয়েই গতকাল সংশোধিত কপি জমা দিয়েছেন ‘বরবাদ’–এর প্রযোজক। তবে এরপরও যা সামনে এসেছে, তা স্ট্যান্টবাজি ছাড়া কিছুই না। সিনেমার হাইপের জন্যই এমন করা হচ্ছে বলে মনে করছেন তাঁরা।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এ পর্যবেক্ষণ ‘বরবাদ’–এর জন্য ভালো ফল বয়ে আনবে বলে মনে করছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য নির্মাতা কাজী হায়াত। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো সিনেমার ক্ষতি করতে আমরা বোর্ডে আসিনি। ‘‘বরবাদ” পারিবারিক দর্শকদের উপযোগী হয়েছে। সিনেমার জন্য লাভ হয়েছে।’
শুধু ‘বরবাদ’ নয়, ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ ও ‘দাগি’ সিনেমার ক্ষেত্রেও পর্যবেক্ষণ দিয়েছিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেসব পর্যবেক্ষণ মেনেই ছাড়পত্র মিলেছে সিনেমা দুটির।
‘বরবাদ’ ছবিটির পরিচালক মেহেদী হাসান। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।