ঈদে থাকছে না ড. মাহফুজুর রহমানের গান

ঈদে থাকছে না ড. মাহফুজুর রহমানের গান

বেশ কয়েক বছর ধরে ঈদে ড. মাহফুজুর রহমানের গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর টিনএজেরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে ট্রল করার জন্য।করোনা মহামারিতেও থেমে ছিলেন না তিনি। তবে এবারের ঈদুল আজহায়ও গান শোনাবেন না তিনি।

এটিএন বাংলার জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে জানানো হয়, এবার ঈদে ড. মাহফুজুর রহমান গান শোনাচ্ছেন না। কারণ তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতার পাশাপাশি অনান্য ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।

সবশেষ গেল বছরের কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।  

এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজে প্রচার হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। ওই অনুষ্ঠানটিও বাংলা ও হিন্দি গানে সাজানো হয়েছিল।

এদিকে, মাঝে মধ্যে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও গান গাইতে দেখা গেছে তাকে। তেমনই এক অনুষ্ঠানে মাহফুজুর রহমান জানিয়েছিলেন পাঁচ বছরের সাধনায় গলা ঠিক করেছেন তিনি। তার কথায়, আমি কথা বলি একটা ভয়েসে, গান গাই আরেকটা ভয়েসে। এটি রপ্ত করতে আমার পাঁচ বছর সময় লাগছে। যেমন- আমি কথা বলার সঙ্গে গানের গলার কোনও মিল নেই।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS