রেড কার্পেটে ‘ভুল’ ইংরেজি, কটাক্ষের শিকার শ্রাবন্তী!

রেড কার্পেটে ‘ভুল’ ইংরেজি, কটাক্ষের শিকার শ্রাবন্তী!

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সেখানে হাজির ছিলেন টলিউডের সব তারকা।গ্ল্যামারাস লুকে এদিন রেড কার্পেটে ধরা দেন শ্রাবন্তী চ্যাটার্জিও। কিন্তু সেখানে তার দেওয়া ছোট্ট সাক্ষাৎকার এখন সামাজিকমাধ্যমে ভাইরাল।

নেটিজেনদের মতে, অভিনেত্রীর ইংরেজি নাকি দুর্বল। এ নিয়ে চলছে কটাক্ষের বন্যা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সেখানে সাংবাদিক শ্রাবন্তীকে ইংরেজিতে বলছেন, ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় স্বাগত আপনাকে। আপনাকে খুব মিষ্টি লাগছে।
কোন মুহূর্তের জন্য আপনি মুখিয়ে রয়েছেন?’ এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘মাই ফ্রেন্ডস আর পারফর্মিং সুপার এক্সাইটেড। ’ অর্থাৎ আমার বন্ধুরা আজ পারফর্ম করবে, তাই আমি দারুণ উচ্ছ্বসিত।

এরপর যখন তার থেকে জানতে চাওয়া হয় যে তিনি কোনো নির্দিষ্ট একটা পারফরমেন্সের জন্য অপেক্ষা করছেন কী? তখন জানিয়ে দেন তিনি শুভশ্রীর পারফরমেন্সের জন্য মুখিয়ে আছেন।

এরপরই শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, কোনো একজন নির্দিষ্ট অভিনেতা বা অভিনেত্রীকে যদি সমর্থন করতে হয় তাহলে সেটা কে হবেন? জবাবে তিনি বলেন, ‘সবাই আমার খুব ভালো বন্ধু। তো আমি চাই ওরা সবাই যেন ওই ব্ল্যাক লেডিকে নিয়ে যেতে পারে। দেখা যাক। ’

বর্তমানে এই ভিডিও ভাইরাল। নেটিজেনরা মশকরা করছেন। এক ব্যক্তি লেখেন, ‘বাংলায় জিজ্ঞেস করলেই তো হতো, এত ভয় পেত না। ’ আরেকজন লেখেন, ‘বাংলায় বলার সময় ইংলিশে বলার মতো স্টাইল মেরে বলে আর ইংলিশে বলার সময় এলে বাংলায় বিড়বিড় করে। ’ আরেকজনের মতে, ‘রুটিং ফর কথাটার অর্থ বোঝেনি। ’ অপর আরেক ব্যক্তি লেখেন, ‘এত খারাপ ইংরেজি কে বলে?’

যদিও অনেকে আবার শ্রাবন্তীকে সমর্থন করেছেন। একজন লেখেন, ‘ইংরেজিকে কবে থেকে আমরা কেবল একটি বিদেশি ভাষা হিসেবে ধরব, কোনও বোদ্ধা হওয়ার স্ট্যান্ডার্ড নয়। ’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘ইংরেজি না জানা বা তাতে দুর্বল হওয়া কোনও অপরাধ নয়। ’ তৃতীয় জন লেখেন, ‘ভুলটা কী বলল? সেটাই তো খুঁজে পাচ্ছি না। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS