News Headline :
সালমান খানের ঈদের সিনেমার প্রচারণা অনুষ্ঠান বাতিল!

সালমান খানের ঈদের সিনেমার প্রচারণা অনুষ্ঠান বাতিল!

বলিউডে ঈদ মানেই যেন সালমান খানের সিনেমা। আর মাত্র কয়েকদিন পর ৩০ মার্চ সিনেমা হলে দেখা যাবে বলিউড ভাইজানের নতুন সিনেমা ‘সিকান্দার’।কিন্তু সিনেমাটির প্রচারণায় স্বশরীরে নেই খান; মুক্তি প্রতিক্ষীত সিনেমাটির সব প্রচারণা সীমিত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের নিরাপত্তাজনিত কারণে প্রচারণায় লাগাম টানা হয়েছে। অভিনেতা কোনও বড় পাবলিক ইভেন্টে উপস্থিত থাকবেন না। তবে সেজন্য থেমে থাকছে না প্রচারণা! ডিজিটাল মাধ্যমে ঝড় তুলতে প্রস্তুত সালমান, যেখানে তিনি এই সিনেমার ব্যাপক প্রচার চালাবেন।

বিশেষ সূত্রে খবর, ‘সিকান্দার’র চূড়ান্ত ট্রেলারের মুক্তির তারিখ এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং তা আগামী ২৩ অথবা ২৪ মার্চ মুক্তি পেতে পারে। আর এই ট্রেলার মুক্তি অনুষ্ঠান সম্পর্কিত সবচেয়ে বড় চমক? যে বিশাল ট্রেলার লঞ্চ ইভেন্টে ৩০,০০০ ভক্তের সমাগমের পরিকল্পনা ছিল, সেটিও বাতিল করা হয়েছে এর নিরাপত্তা কারণে।

‘সিকান্দার’ নির্মাণ করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও এআর মুরুগাদোস। এতে সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এরইমধ্যে সিনেমার টিজার ও গান প্রকাশ পেয়েছে।

সালমানকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমাতে। তারপর থেকে বেশ কিছু সিনেমাতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান খানের ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।

‘সিকান্দার’-এ সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও দেখা যাবে কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। জানা গেছে, এই সিনেমার ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় রয়েছেন সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS