কিছুদিন আগেই বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা জানিয়েছেন যে তাঁরা মা–বাবা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা এ খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। নতুন খবর অনুযায়ী, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বড়সড় এক প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা।
আগামী দিনে কিয়ারাকে ‘ওয়ার ২’, ‘টক্সিক’-এর মতো বিগ বাজেটের ছবিতে দেখা যাবে। এখন তিনি এই দুই ছবির শুটিং পাশাপাশি করছেন বলে জানা গেছে। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কিয়ারা তাড়াতাড়ি ছবি দুটির শুটিং শেষ করতে চাইছেন। এবার প্রকাশ্যে এল তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’–এর পারিশ্রমিক।
বিনোদন বিষয়ক ভারতীয় অনলাইন গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘টক্সিস’ সিনেমাটির জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন কিয়ারা।
গীতু মোহনদাসের পরিচালনায় বড় বাজেটের এই সিনেমায় কিয়ারার বিপরীতে অভিনয় করছেন যশ।
এর মাধ্যমে কিয়ারা এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন। বলিউড তারকাদের মধ্যে দীপিকা এখন সিনেমাপ্রতি ১৫ কোটি রুপি নেন।
তবে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির নতুন সিনেমার জন্য তিনি ২০ কোটি রুপি পেয়েছেন বলে খবর।
জানা গেছে, ‘টক্সিক’ ইতিহাসনির্ভর গ্যাংস্টার ঘরানার সিনেমা। এতে কিয়ারা ও যশ ছাড়াও আছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়ার মতো তারকারা। সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে, তবে তারিখ চূড়ান্ত হয়নি।