বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, ১৭ বছর ধরে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত পাইনি।সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কাজ করে যাবো। শেখ হাসিনা অনেক অত্যাচার করেছেন। জেলহত্যা মামলায় আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক কে এম ওবায়দুর রহমানকে ফাঁসিয়েছেন। জনগণ সেটা বিশ্বাস করেনি। এ মামলার কারণেই জেলে থেকে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। হাসিনার জুলুমের কারণে তিনি মারা গেছেন।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি স্কুল মাঠে মুক্তিযুদ্ধের সংগঠক কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করেন। আল্লাহর ইচ্ছায় তারা এসব মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরস আলী ঈছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার আলী জুয়েলসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।