ইউনূস-মোদী বৈঠক ‘সম্ভবত হচ্ছে না’: হিন্দুস্তান টাইমস

ইউনূস-মোদী বৈঠক ‘সম্ভবত হচ্ছে না’: হিন্দুস্তান টাইমস

এপ্রিলে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে। তবে তাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই কম।

দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমস এ তথ্য  জানিয়েছে।

আগামী ৩-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় ওই শীর্ষ সম্মেলনে যোগদান করছেন ড. ইউনূস ও মোদী।  

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার (২০ মার্চ) জানান, ওই শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি বৈঠকের জন্য ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।

এ প্রথমবারের মতো ইউনূস ও মোদী একই বহুপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেবেন।

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি হিন্দুস্তান টাইমসকে জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠকের জন্য অনুকূল নয়।

তারা বলছেন, এমন প্রতিকূল সম্পর্কের মধ্যে এ ধরনের বৈঠকের জন্য যেমন ক্ষেত্র প্রস্তুত করা উচিত তা হয়ে ওঠেনি।  

তাদের একজন ব্যক্তি বলেন, সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময় এটা হতেই পারে। কারণ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সব নেতা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন এর চেয়ে বেশি কিছু আশা করা যাচ্ছে না।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) ​​শীর্ষ সম্মেলন এমন এক সময়ে ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে, যখন নয়াদিল্লি-ঢাকা সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS