গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব বহিষ্কার

গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব বহিষ্কার

বরিশালের গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়াকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌর কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরের ঘটনায় গত ১৬ মার্চ ২৪ ঘণ্টা সময় দিয়ে ফরিদ মিয়াকে কারণ দর্শানো নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি নোটিশের কোনো জবাব দেননি।

এমনকি নোটিশ প্রাপ্তির পর ফরিদ মিয়া আবারও দলবল নিয়ে গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের মতো ধৃষ্টতা দেখিয়েছেন। যে কারণে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১১ মার্চ দুপুরে অফিস চলাকালীন পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া তার দলবল নিয়ে পৌরসভার পানি শাখার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারের রুমে প্রবেশ করে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করে।  

পৌর কর্মচারী ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করে বলেন, ফরিদ মিয়া ও তার সহযোগীরা স্থানীয় কেন্দ্রীয় এক প্রভাবশালী বিএনপি নেতার প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল নেওয়ার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS