News Headline :
হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদককারবারিরা জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’ মুক্তির নির্দেশনা চেয়ে রিট পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা, বাড়বে বৃষ্টিও কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই শেখ হাসিনা-রেহানা পরিবারের আরও ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা ছাড়া কিছু নয়’: অ্যাকশন ফর হিউম্যানিটি ভোটার হতে আবেদন করেছেন ৪২ হাজার প্রবাসী ওসমান পরিবারের ‘অভাবনীয় জালিয়াতি’ তদন্তের নির্দেশ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৯৪৪ টাকা
হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদককারবারিরা

হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদককারবারিরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলাকালে আভিযানিক দলের ওপর হামলা চালিয়ে মাদককারবারের অভিযোগে আটক আসামিদের ছিনিয়ে নিয়েছে সহযোগীরা।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে হামলার খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।  

এর আগে দুপুরে ফতুল্লা থানাধীন মাসদাইরে বেগম রোকেয়া খন্দকার স্কুলের বিপরীতে একটি বাড়িতে মাদক বেচাকেনার খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযানে যায়। এ সময় চারজন মাদককারবারিকে আটক করেন তারা।

আসামিদের আটকের খবর পেয়ে মাদককারবারিদের ২০-২৫ জনের একটি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অভিযানে আটক আসামিদের ছিনিয়ে নিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সেলিম কসাই, রাসেল কসাই, পোড়া কাকনসহ একদল মাদককারবারি একটি বসতবাড়ি ভাড়া নিয়ে সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে মাদককারবার পরিচালনা করতেন। আমরা খবর পেয়ে এখানে অভিযান চালাই। অভিযানের খবর পেয়ে মাদককারবারিরা হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হয়েছে। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সহযোগিতা ছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS