News Headline :
হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদককারবারিরা জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’ মুক্তির নির্দেশনা চেয়ে রিট পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা, বাড়বে বৃষ্টিও কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই শেখ হাসিনা-রেহানা পরিবারের আরও ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা ছাড়া কিছু নয়’: অ্যাকশন ফর হিউম্যানিটি ভোটার হতে আবেদন করেছেন ৪২ হাজার প্রবাসী ওসমান পরিবারের ‘অভাবনীয় জালিয়াতি’ তদন্তের নির্দেশ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৯৪৪ টাকা
কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই

কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই

দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আলী হাবিব। তার বয়স হয়েছিল ৬১ বছর।

এর আগে বিকেলে অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। তবে আর ফেরানো যায়নি আলী হাবিবকে।

জানা গেছে, রাত ৯টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কম্পাউন্ডে (কালের কণ্ঠের অফিস প্রাঙ্গণে) তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাতেই তার মরদেহ ঝিনাইদহের গ্রামের বাড়িতে নেওয়া হবে।  

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক
আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এক বার্তায় তিনি বলেন, আলী হাবিবের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ ও আমার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সাংবাদিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের জন্য তার অবদান অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আলী হাবিবের রুহের মাগফিরাত কামনা করি এবং দোয়া করি।  

তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।  

আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীও। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আলী হাবিবের পরিচয়
আলী হাবিব একজন বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

আলী হাবিব ১৯৬৪ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক জনকণ্ঠে সম্পাদকীয় সহকারী হিসেবে যোগদান করেন ১৯৯৩ সালে। পরে ২০০১ সাল থেকে সহকারী সম্পাদক ও ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘রঙ্গভরা বঙ্গদেশ’ ও ‘ঝিলিমিলি’ ফিচার পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন আলী হাবিব।

তিনি দৈনিক কালের কণ্ঠে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে কর্মরত ছিলেন। বিভিন্ন সময় কালের কণ্ঠের উপসম্পাদকীয় বিভাগে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতেন তিনি। ২০২৪ সালের ৩১ জুলাই প্রকাশিত ‘এই ক্ষত সারাবে কে’ শিরোনামের উপ-সম্পাদকীয়তে তিনি সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত ‘তরুণরা বাংলাদেশকে শিল্প বিপ্লবের নেতৃত্বে নিয়ে যেতে পারবে’ শিরোনামের উপসম্পাদকীয়তেও তিনি তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS