আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার: জি এম কাদের

আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার। যদি নাশকতাই হয়ে থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) আজ রোববার দুপুরের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জি এম কাদের।

গতকাল শনিবার ভোরে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। ভয়াবহ আগুনে মার্কেটের তৃতীয় তলার কমপক্ষে ২৫০টি দোকান পুড়ে গেছে। মার্কেটটি আগে থেকেই ফায়ার সার্ভিসের তালিকায় অগ্নিকাণ্ডের জন্য অতি ঝুঁকিপূর্ণ ছিল।

মার্কেটটি পরিদর্শনে গিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেই। সরকার জনগণের নিরাপত্তার বিষয়টি চিন্তা না করে নিজেদের রক্ষা করার জন্য বেশি ব্যস্ত।’

জনপ্রতিনিধিরা সর্বক্ষেত্রে জনগণের প্রতিনিধিত্ব করতে পারছে না বলে দাবি করেন জি এম কাদের। তিনি বলেন, জনপ্রতিনিধিদের কিছু দায়দায়িত্ব থাকে। সেগুলো পালনে জনপ্রতিনিধিরা সব জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

দুর্নীতিতে দেশ ছেড়ে গেছে বলে মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বসবাস ও মার্কেট বানানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। এ কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS