News Headline :
হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদককারবারিরা জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’ মুক্তির নির্দেশনা চেয়ে রিট পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা, বাড়বে বৃষ্টিও কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই শেখ হাসিনা-রেহানা পরিবারের আরও ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা ছাড়া কিছু নয়’: অ্যাকশন ফর হিউম্যানিটি ভোটার হতে আবেদন করেছেন ৪২ হাজার প্রবাসী ওসমান পরিবারের ‘অভাবনীয় জালিয়াতি’ তদন্তের নির্দেশ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৯৪৪ টাকা
এক দলের ক্ষেত্রে ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত

এক দলের ক্ষেত্রে ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গণবিজ্ঞপ্তি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে স্থগিত করছেন হাইকোর্ট। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৮ মার্চ) রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবেদা গুলরুখ। তিনি জানান, আদালত রুল জারি করেছেন। একইসঙ্গে আবেদনকারীর ক্ষেত্রে (রাষ্ট্র সংস্কার আন্দোলন) বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করছেন।

রুলে গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০খ–এর আলোকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে ১০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ব–বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

গত ১০ মার্চ ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। এতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ (ক)-এর অধীন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত শর্তাবলি পূরণে সক্ষম রাজনৈতিক দলসমূহকে নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা মোতাবেক বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণপূর্বক আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

রিট আবেদনকারী হাসনাত কাইয়ূমের মতে, আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে ১০০ উপজেলা ও ২২ জেলায় দলের কমিটি থাকতে হবে। অথচ পার্বত্য তিন জেলায় ২০টি উপজেলা রয়েছে। যে কারণে পাহাড়ি জনগোষ্ঠী আগ্রহী হলেও রাজনৈতিক দল নিবন্ধন করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS