News Headline :
হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদককারবারিরা জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’ মুক্তির নির্দেশনা চেয়ে রিট পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা, বাড়বে বৃষ্টিও কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই শেখ হাসিনা-রেহানা পরিবারের আরও ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা ছাড়া কিছু নয়’: অ্যাকশন ফর হিউম্যানিটি ভোটার হতে আবেদন করেছেন ৪২ হাজার প্রবাসী ওসমান পরিবারের ‘অভাবনীয় জালিয়াতি’ তদন্তের নির্দেশ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৯৪৪ টাকা
আরসা প্রধানসহ ছয়জন ১০ দিনের রিমান্ডে

আরসা প্রধানসহ ছয়জন ১০ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহসহ (৪৮) ছয় আসামিকে দুটি মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আরসাপ্রধান আতাউল্লাহ (৪৮) ছাড়াও রয়েছেন রাখাইনের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), রাখাইনের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও নুর আলমের ছেলে মো. হাসান (১৫)।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, আরসার পাঁচ সদস্যসহ ছয়জনকে কোর্টে আনা হয়েছে। আদালত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি পৃথক মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে সোমবার (১৭ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ সময় আসামিদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা পাওয়া যায়। পরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS