মাধুরী জানালেন, বিয়ের পরই প্রকৃত জীবন উপভোগ করছেন

মাধুরী জানালেন, বিয়ের পরই প্রকৃত জীবন উপভোগ করছেন

গত সপ্তাহেই মহাসমারোহে উদ্‌যাপিত হয়েছে আইফার ২৫তম বার্ষিকী। জয়পুরে বসেছিল আইফার এবারের আসর। শুরুতে মুখোমুখি আড্ডায় উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অস্কারজয়ী প্রযোজক গুণিত মোঙ্গা। ‘আইফার মঞ্চে নারীর ভ্রমণ’ শীর্ষক আলাপচারিতায় মাধুরী জানান, বিয়ের পরই তিনি প্রকৃত জীবন উপভোগ করছেন। বিয়ের আগে তিনি প্রচুর কাজ করতেন। তিন শিফটে কাজ করতেন অভিনেত্রী। তাঁর ভাষ্যে, ‘সত্যিকারের জীবন আমি বিয়ের পর উপভোগ করছি। আমার স্বামী আর সন্তানদের সঙ্গে যে জীবন এখন আমি কাটাচ্ছি, তা আমার কাছে স্বপ্নের মতো। আমি আবার রুপালি জগতে ফিরে এসেছি। কারণ, এটাই আমার স্বপ্ন ছিল।’

স্বাভাবিকভাবে অনুষ্ঠানে নারীকেন্দ্রিক ছবির কথাও উঠে এসেছিল। এই পর্বে মাধুরী বলেন, ‘একটা সময় ছিল, যখন পুরো সেটে আমি, আমার সহকারী আর দু-একজন নারী থাকতাম। কিন্তু এখন চিত্রটা অনেক বদলে গেছে। এখন শুটিং সেটে অনেক নারী দেখি।

মেয়েরা এখন সেটে নানা ধরনের কাজ করেন।’ এ প্রসঙ্গে মাধুরী আরও জানান, ‘একটা সময় আমি “বেটা”, “মৃত্যুদণ্ড”-এর মতো নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করেছি। তখন অনেকেই বলেছিলেন যে “মৃত্যুদণ্ড-এর মতো ছবিতে আমি কেন অভিনয় করছি। আমার শুধু বাণিজ্যিক ছবি করা প্রয়োজন বলে তাঁরা মনে করেছিলেন। আজ তাঁদের বলি, আমি মৃত্যুদণ্ড ছবিটা করেছিলাম। কারণ, ওই ছবিতে নারীশক্তির কথা বলা হয়েছিল। আজ আমার খুব আনন্দ হয় এমন সব ছবি দেখে, যেসব ছবির কাহিনির কেন্দ্রে নারীরা থাকেন। তবে এই বদল এক দিনে আসেনি। এর পেছনে “মৃত্যুদণ্ড”-এর মতো অনেক ছবি আছে। আর এমন সব অভিনেত্রীর হাত আছে, যাঁরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী চরিত্রে অভিনয় করে এসেছেন।’

বলিউড ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষের সমতার প্রসঙ্গে বলিউডের ‘ধক ধক গার্ল’ বলেছেন, ‘মেয়েদের বারবার নিজেদের প্রমাণ করতে হবে। আর বোঝাতে হবে, আমরা সমান। আমরাও দর্শক টানতে পারি, তা আমাদের সব সময় করে দেখাতে হবে। এখনো এখানে অসমতা আছে। আমাদের এখনো অনেকটা পথ চলতে হবে। আর এই অসমতা দূর করতে আমাদের এর ওপর প্রতিদিন কাজ করতে হবে।’

বললে বাড়াবাড়ি হবে না, এবারের আইফা অ্যাওয়ার্ড সন্ধ্যায় সেরা আকর্ষণ ছিল শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের নাচের পারফরম্যান্স। ‘দিল তো পাগল হ্যায়’ গানের সঙ্গে তাঁদের নাচ দর্শকদের নস্টালজিক করে।

মাধুরী দীক্ষিতকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে। আনিস বাজমী পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS