অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন চলতি সময়ের সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ডে ঘটে প্রাণ সংশয়ে পড়েছিলেন তিনি।

খবরটি জানিয়ে পারশা বলেন, আমি উবারে করে বনানী যাচ্ছিলাম। কুর্মিটোলার সামনে গাড়িতে হুট করে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে বেরিয়েছি। কীভাবে যে বের হয়েছি বলতে পারব না। ’

বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ফেসবুকে তিনি লেখেন, কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!

এর আগে অন্য একটি পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে দাউ দাউ করছে আগুন। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।  

বলে রাখা যায়, আরটিভি আয়োজিত ঈদের বিশেষ আয়োজন ‘ফোক স্টেশনে’ কয়েকটি গান করে বেশ আলোচনায় আসেন পারশা। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসের জ্বালানির জোগান দিয়েছিল তার গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামে দশ মিনিটে লেখা গানটি বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে পড়তেও লেগেছিল অল্প সময়। পারসার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশবাসীর।

গানের পাশাপাশি নানা বিজ্ঞাপন ও ওভিসিতে অভিনয় করেছেন তিনি। সবশেষ জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয় করেন। এতে ঊষা চরিত্রে দেখা গেছে পারশাকে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS