আরাকান আর্মির কাছ থেকে ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির কাছ থেকে ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির (এএ) কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

বিজিবির অধিনায়ক বলেন, ‘নাফ নদ থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে বিজিবি। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত আনতে বিজিবি সক্ষম হয়।

তিনি বলেন, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

এর আগে ফেরত আসা জেলেরা মার্চে বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে আটক হয়েছিল। ফেরত আসাদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে বলে জানিয়েছে বিজিবি।  

ফেরত আসা জেলে আব্দুল আজিজ বলেন, আরকান আর্মি আমাদের সীমান্তকে তাদের সীমানা দাবি করে আমাদের ধরে নিয়ে যায়। তাদের লক্ষ্য বাংলাদেশ সঙ্গে সম্পর্ক করা। পরে জেলেদের ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের কাছে ভালো সম্পর্ক গড়তে চায়।

ফেরত আসা জেলে আব্দুল্লাহ বলেন, ১০ দিন পর নিজ দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। সেদেশে মিয়ানমারে অর্ধশতাধিক জেল রয়েছে। মূলত নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তখন তারা আমাদের বলে, অবৈধভাবে আমাদের জলসীমায় মাছ শিকারের অপরাধের আপনাদের ধরে নিয়ে গিয়েছিল।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS