ধর্ষণ-নিপীড়নের বিচার চেয়ে ঢাবিতে মশাল মিছিল

ধর্ষণ-নিপীড়নের বিচার চেয়ে ঢাবিতে মশাল মিছিল

দেশব্যাপী লাগাতার ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, মাগুরার ৮ বছরের শিশু হত্যার বিচারসহ একাধিক দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোটের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়।

মিছিলটি নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হয়। মশাল মিছিলের আগে মাগুরার শিশুটির মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মশাল মিছিলে ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘খুন ধর্ষণ হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ’, ‘ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ করতে হবে’, ‘খুন ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে’, ‘খুন ধর্ষণ নিপীড়ন, রুখে দাও জনগণ’, ‘হামলা মামলা হুলিয়া, নিতে হবে তুলিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, আজ ধর্ষণের শিকার হয়ে মাগুরার ছোট শিশু আমাদের বোনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সাথে আমরা কেউ প্রতারণা করব না। এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করিয়েই আমরা আমাদের আন্দোলন শেষ করব। যে স্বরাষ্ট্র উপদেষ্টা এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, তার এই পদে থাকার কোনো দরকার নেই।

প্রসঙ্গত, গত ৬ মার্চ ৮ বছরের একটি শিশু মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। মামলার এজাহারভুক্ত আসামি শিশুটির বোনের স্বামী, স্বামীর ভাই এবং স্বামীর মায়ের পাশবিক নির্যাতনের শিকার হয়ে শিশুটি ৭ দিন চিকৎসাধীন থেকে ১৩ মার্চ সম্মিলিত সামরিক হাসতাপালে মারা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS