News Headline :
চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কিংসের সহজ জয়

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কিংসের সহজ জয়

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে গত মৌসুমের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংস।  

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে কোচ ভ্যালেরিও তিতার শিষ্যরা।ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এদিন বাংলায় নাম লেখা জার্সি পড়ে মাঠে নেমেছিলেন কিংসের ফুটবলাররা। এর আগেরবারও এমনটা করেছেন তারা।  

আজ শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কিংস। এরই ধারাবাহিকতায় ২০ মিনিটে দলকে এগিয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম। বক্সের ওপরে সোহেল রানা জুনিয়রকে বল বাড়িয়ে ডিফেন্ডারদের ফাঁক গলে বক্সে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। ফিরতি থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারকে অনায়াসে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

২৮ মিনিটে বক্সে রাকিব হোসেনের শট রাকিব খান ইভানের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিগেল ফিগেইরা সফল স্পট কিকে ব্যবধান করেন দ্বিগুণ। বলের লাইনে ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও আরমান আটকাতে পারেননি গতিময় শট।

ম্যাচের ৬৫ মিনিটে কিংসকে গোলবঞ্চিত করেন চট্টগ্রাম অধিনায়ক ফজলে রাব্বী। রাব্বী হোসেন রাহুল গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে শট নিয়ে গোল উদযাপনের অপেক্ষায় ছিলেন, কিন্তু বিদুৎ গতিতে ছুটে গিয়ে কোনোমতে পা দিয়ে আটকে দেন চট্টগ্রাম অধিনায়ক। এরপর আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও স্কোর লাইনে পরিবর্তন আনতে পারেনি কিংস।  

এর আগে প্রথম লেগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল কিংস।  

দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৬-১ গোলে হারিয়েছে আবাহনী। আসরে প্রথম দেখায় দলটির বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল মারুফুল হকের দল।

আরেক ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী। ম্যাচের ১৪ মিনিটে শান্ত টুডোর পাস ধরে সায়েম হাসান ফকিরেরপুলকে এগিয়ে দেন। পিছিয়ে পড়া আবাহনী ঘুরে দাঁড়ায় ৩৯তম মিনিটে মোহাম্মদ হৃদয়ের গোলে। আর দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় তারা।

৫৪তম মিনিটে হৃদয়ের তৈরি করে দেওয়া বল জালে জড়িয়ে আবাহনীকে এগিয়ে নেন এনামুল ইসলাম গাজী। সাত মিনিট পর মোহাম্মদ ইব্রাহিমের অ্যাসিস্টে ব্যবধানও বাড়ান এই ফরোয়ার্ড। ৭৮তম মিনিটে ইব্রাহিম, ৮১তম মিনিটে জাফর ইকবালের লক্ষ্যভেদের পর মিরাজুল ইসলাম স্কোরলাইন ৬-১ করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন।

দশম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে মোহামেডান, ২৭ পয়েন্ট তাদের। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমিয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো আবাহনী। তৃতীয় স্থানে থাকা কিংসের পয়েন্ট ২০।

এই রাউন্ডের পর ফের শুরু হবে লিগের বিরতি। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই সামনে রেখে প্রস্তুতিতে নামবে বাংলাদেশ জাতীয় দল। এপ্রিলে একাদশ রাউন্ড দিয়ে ফের শুরু হবে লিগের দ্বিতীয় পর্ব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS