ভিসা নিয়ে দুর্নীতি বন্ধে পদক্ষেপ নিয়েছে ইতালি দূতাবাস

ভিসা নিয়ে দুর্নীতি বন্ধে পদক্ষেপ নিয়েছে ইতালি দূতাবাস

ভিসা নিয়ে দুর্নীতির অভিযোগে ঢাকার ইতালি দূতাবাসের দুই সাবেক কর্মী সদস্যসহ অন্যান্য ইতালীয় এবং বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তাদের গৃহবন্দি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

ভিসা ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে ঢাকার ইতালি দূতাবাস। দূতাবাস বলছে, ইতালি থেকে অতিরিক্ত কর্মী আসায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা প্রক্রিয়া আগের চেয়ে উন্নত হয়েছে এবং আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জট কেটে যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা প্রদান করছে এবং উভয় দেশে জালিয়াতিমূলক কার্যকলাপ শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রাখছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের উদ্যোগ দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলা এবং অভিবাসীদের অপব্যবহার ও শোষণ থেকে রক্ষা করার বিষয়ে কঠোর অবস্থান নেওয়াকে প্রমাণ করে। ভিসা আবেদনকারীদের আবারও অনুরোধ করা হচ্ছে যে, তারা যেন দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কনস্যুলার এবং পরিষেবা ফি ব্যতীত কাউকে কোনো তথ্য বা অর্থ না দেন। পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।

আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত যে কোনো অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকার ইতালি দূতাবাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS