বাংলাদেশ পুলিশে এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসব প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সবার স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে চিকিৎসার ইতিবৃত্ত ফরম পূরণ করে পরীক্ষার্থীর স্বাক্ষরসংবলিত দুই কপি নিয়ে উপস্থিত হতে হবে। প্রার্থীদের অবশ্যই খালি পেটে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।