দিঘলিয়ায় শেখ হাসিনা-শেখ রেহানার রেস্টহাউস ভাঙচুর

দিঘলিয়ায় শেখ হাসিনা-শেখ রেহানার রেস্টহাউস ভাঙচুর

খুলনার দিঘলিয়া উপজেলায় ভৈরব নদের তীর সংলগ্ন শেখ হাসিনা ও শেখ রেহানার দৃষ্টিনন্দন রেস্টহাউস ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রেস্টহাউসে ভাঙচুর শুরু করেন তারা।এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা খুলনার শেখ বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন। এর পর খুলনা বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজের শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেন ছাত্র-জনতা। এবার ভেঙে দেওয়া হচ্ছে শেখ হাসিনা-শেখ রেহানার রেস্টহাউস।

কেউ কেউ বলছেন, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে তাদের বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, দিঘলিয়ার নগরঘাট সংলগ্ন ভৈরব নদের তীরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৪ বিঘার মতো সম্পত্তি ছিল। মায়ের ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির মালিক বঙ্গমাতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সম্পত্তির ওপর থাকা পুরানো গোডাউন ভেঙে আধুনিক একটি গোডাউন তৈরি করা হয়েছে। গোডাউনের সামনে ভৈরব নদের তীর সংলগ্ন দৃষ্টিনন্দন এ রেস্টহাউস তৈরি করা হয়।

শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর ছিল, যা তার ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন। ২০২৩ সালের ৬ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া আসেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS