কুমিল্লা আদালতে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

কুমিল্লা আদালতে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

কুমিল্লা আদালত প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।অপরদিকে বুধবার গভীর রাতে নগরীর মুন্সেফবাড়িতে সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, রামঘাটলায় মহানগর আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা আদালত চত্বরে জড়ো হতে থাকেন। পৌনে ৫টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।  

এ সময় তারা আমার ভাই কবরে খুনি কেন ওপরে, রশি লাগলে রশি নেয়, খুনি হাসিনাকে ফাঁসি দেয়, হই হই রই রই খুনি হাসিনা গেলি কইসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এছাড়া নগর উদ্যানের পাশের শেখ মুজিবের ম্যুরাল ভাঙা হয়।   

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, স্বৈরচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার মুজিববাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়ে গেছে। আমরা কুমিল্লা থেকে জানিয়ে দিতে চাই তার বাবার শেষ চিহ্নটুকু সারাদেশে থেকে মুছে দেওয়া হবে।

আইনজীবীদের হুঁশিয়ার করে তিনি বলেন, কুমিল্লা কোর্টে যেসব আইনজীবী আওয়ামী লীগের পক্ষে দালালি করেন, আপনারা সাবধান হয়ে যান। বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় আপনারা আসামিদের পক্ষে লড়বেন না। আমরা জেনেছি বারের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রেতাত্মারা কোর্টে আসার পরিকল্পনা করেছেন। আপনাদের দু:সাহস দেখে আমাদের হাসি পায়। আপনারা কোর্টে আসবেন, তবে পিঠে ছালার বস্তা বেঁধে আসবেন। বিপ্লবী ছাত্র জনতা কোর্টের বারান্দায় কোনো আওয়ামী লীগের দালাল দেখতে পেলে পিঠের চামড়া তুলে ফেলবে।

তিনি আরও বলেন, কুমিল্লা নগরীর যেখানে যেখানে মুজিবের কেবলা রয়েছে এক এক করে সবগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS