বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব: নির্ধারিত সময়েই রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি

বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব: নির্ধারিত সময়েই রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি

বিষয়টি আর অজানা নয় যে, সাফজয়ী ফুটবলারদের একাংশ বর্তমান কোচ পিটার বাটলারের অধীনে খেলতে চান না। বাটলারের অধীনে অনুশীলনও বয়কট করেছেন তারা।১৮ ফুটবলার লিখিত অভিযোগ দিয়েছে বাফুফে সভাপতি বরারবর। উদ্ভূত পরিস্থিতিতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে। আগামী বৃহস্পতিবার সেই কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা। নির্ধারিত দিনেই রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং এই তদন্ত কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।  

গত দুই দিন অভিযোগ আনা নারী ফুটবলারদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। আজ এরই ধারাবাহিকতায় তদন্ত কমিটি কথা বলেছে কোচ পিটার বাটলারের সঙ্গেও। সেখানে নারী ফুটবলারদের আনা অভিযোগ এবং তার ‍যুক্তি শুনেছে তদন্ত কিমিটি। আগামী বৃহস্পতিবার নির্ধারিত সময়েই বাফুফে সভাপতির কাছে তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তিনি বলেন, ‘নির্ধারিত সময়েই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে। আমরা আজ কোচের সঙ্গে কথা বলেছি। এখনও তদন্ত চলছে। এখনই কোনও বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। ’

টানা তিন দিন তদন্ত কমিটি বাফুফে ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। আগামীকাল নারী দলের সহকারী কোচ এবং নারী উইংয়ের সঙ্গে কথা বলতে পারে তদন্ত কমিটি। আগামীকাল বাফুফে ভবনে মিটিং না করে ফোনেও এই কার্যক্রম হতে পারে বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘আগামীকাল প্রয়োজন বুঝে এখানে মিটিং হতে পারে, নাও হতে পারে। নারী উইং এবং সহকারী কোচের সঙ্গে প্রয়োজন বোধ করলে আমরা ফোনেও কথা বলে নিতে পারি। ’

বাফুফের তদন্ত কমিটির সূত্রে জানা গেছে কোচ পিটার বাটলার পাঁচ-ছয় জন ফুটবলারকে নিয়ে নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছেন। নিজেদের সেরাটা দেওয়ার সামর্থ্য রাখে এমন ফুটবলারদের নিয়ে দল সাজাতে চান বাটলার। এছাড়াও বাফুফের সূত্রে জানা যায়, দেশের ফুটবলের ভালোর জন্য, উন্নতির জন্যই কঠোর হয়েছেন, তদন্ত কমিটির সামনে এমনটাই জানিয়েছেন বাটলার। তদন্ত কমিটির পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS