আগরতলা দূতাবাসে বুধবার থেকে ফের মিলবে ভিসাসেবা

আগরতলা দূতাবাসে বুধবার থেকে ফের মিলবে ভিসাসেবা

আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে ভারতের আগরতলায় বাংলাদেশে দূতাবাসে ফের ভিসাসেবা দেওয়া শুরু হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দূতাবাস।

এতে বলা হয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলায় সব প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম চালু হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আসছে ভারতের কতিপয় মিডিয়া।

এর মধ্যে বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলে সেদেশের মিডিয়ার উসকানির জেরে ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা দূতাবাস ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুনও ধরিয়ে দেয়।

পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে সরকার।

ওই পরিস্থিতিতে ৩ ডিসেম্বর থেকেই আগরতলায় ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS