চ্যানেল আই কার্যালয়ের সামনে নায়ক ফারুকের আরেক দফায় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর সাড়ে ৩টার দিকে চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন শোবিজ অঙ্গনের মানুষেরা
চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নায়ক ও সংসদ সদস্য ফারুককে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন এফডিসিতে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর পৌনে ৩টায় চ্যানেল আইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এফডিসির পর চ্যানেল আই কার্যালয়ের সামনে নায়ক ফারুকের আরেক দফায় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর সাড়ে ৩টার দিকে চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন শোবিজ অঙ্গনের মানুষেরা।
চ্যানেল আই কার্যালয়ে শেষবারের মতো নায়ক ফারুককে দেখতে ছুটে আসেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, খল-অভিনেতা মিশা সওদাগর, আফসানা মিমি, ফেরদৌস সহ অনেক পরিচিত মুখ।
জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
এসময় তিনি চলচ্চিত্রে কিংবদন্তী নায়ক ফারুকের অবদান নিয়ে সংক্ষিপ্ত কথা বলেন। কৃষি নির্ভর গ্রামীণ জীবনে নায়কের ফারুকের অবদানের কথাও এসময় বলেন শাইখ সিরাজ। বলেন, ‘বলা হয় মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী ভাষা হচ্ছে চলচ্চিত্রের। বাংলাদেশের গ্রামীণ মানুষের কাছে সেই ভাষায় নতুন স্বপ্নের দিনের কথা পৌঁছে দিয়েছেন নায়ক ফারুক। সিনেমায় ফারুক মানেই গ্রামীণ মানুষের সাহসের নাম। জোতদার দখলদারদের হাত থেকে যে রক্ষা করে সাধারণ মানুষকে। তার যুদ্ধ ছিলো ক্ষুধার বিরুদ্ধে। ক্ষুধা দূর করতে মহাজনদের রুখে দেওয়ার পাশাপাশি কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহারের বিষয়টিও উঠে এসেছে তার অভিনীত অনেক সিনেমায়।
এরআগে বেলা পৌনে ১২টার দিকে ফারুকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেই মিয়া ভাই খ্যাত এই নায়ককে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেই অনুষ্ঠানে প্রথমেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ ও স্পিকারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফারুককে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই আনুষ্ঠানিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বেলা ১২টা ৩৫ মিনিটে শহীদ মিনার থেকে এফডিসির উদ্দেশে রওনা হয় চিত্রনায়ক ফারুককে বহনকারী লাশবাহী অ্যাম্বুলেন্সটি। তারআগে শহীদ মিনার প্রাঙ্গণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।