মাথাভর্তি খুশকির সমস্যায় নাজেহাল!

মাথাভর্তি খুশকির সমস্যায় নাজেহাল!

অনেকেই আছেন মাথার চুলের খুশকি সমস্যাকে গুরুত্ব দেন না। ছেলেদের ক্ষেত্রে এমন অবহেলা বেশি দেখা যায়।খুশকি সাধারণত শুষ্ক আবহাওয়া ও মাত্রাতিরিক্ত দূষণের কারণে হয়। এ সমস্যার ফলে চুল পড়া, রুক্ষ চুল ও মাথার ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়। খুশকি তাড়াতে দামি দামি অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু মেখে-মেখে চুল হয়ে গেছে রুক্ষ। কিন্তু মাথাভর্তি খুশকি কমেনি।

খুশকি শুধু যে মাথার চুলকে নষ্ট করে তা কিন্তু নয়। খুশকি আমাদের মাথার স্ক্যাল্পে চুলকানি ও মুখে ব্রণর সমস্যা বাড়িয়ে তোলে।  শীত মৌসুমে আমাদের মাথার ত্বক আর্দ্র রাখা খুবই জরুরি। খুশকির সমস্যায় বাজারের প্রচলিত শ্যাম্পু না কিনে কয়েকটি ঘরোয়া উপাদানে খুশকি সমস্যা দূর করার চেষ্টা করুন।

* লেবুর সাইট্রিক অ্যাসিড মাথার ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে। মাথার অতিরিক্ত তেল বার করে দিতেও এটি খুবই কার্যকর। মাথায় লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। বেশিক্ষণ রাখবেন না। এতে হিতেবিপরীত হতে পারে।

* প্রতি রাতে আপনার পছন্দমতো তেল ও ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন।

* চুল ও মাথার ত্বকে ভালো করে মাসাজ করুন। পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে তিন দিন এভাবে তেল দিলে খুশকি কমবে।

* শুষ্ক আবহাওয়ায় তেল মাথায় আর্দ্রতা জোগায়। চুলের গোড়ায় পুষ্টির জোগান দেয়। নারিকেল তেল একটু গরম করে তাতেই যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস। গোসলের আধ ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে ভালো করে মালিশ করুন। ২০ থেকে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

* একটি পাকা কলা নিন। তার সঙ্গে নিন এক চামচ মধু ও লেবুর রস। এগুলো মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে তা মাথার ত্বক ও চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন। এরপর একটি কাপে অল্প অ্যালোভেরার রস নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর আবার ভালো করে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে।

* খুশকি দূর করতে টকদই ব্যবহার করতে পারেন আপনি। দই নিয়ে মাথার ত্বক থেকে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল। কিছুদিন এই পদ্ধতি মেনে চললে দূর হবে খুশকি।

* আপনি চাইলে শ্যাম্পু করার পর এক চামচ ভিনিগার নিয়ে পানিতে ভালো করে মিশিয়ে তারপর ধুয়ে ফেলুন। তাতে খুশকি দূর হবে। মনে রাখবেন, ভিনিগার এক চামচের বেশি যেন না পড়ে পানিতে।

* লেবুর খোসা দিয়ে দূর করতে পারেন খুশকির সমস্যা। ৪ থেকে ৫ কাপ পানিতে ৪ থেকে ৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিয়ে ২০ মিনিট ধরে ফোটান। ঠান্ডা হলে মাথার ত্বকে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS