মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে এসেক্স ক্রিকেট ও আয়ারল্যান্ড বোর্ড

মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে এসেক্স ক্রিকেট ও আয়ারল্যান্ড বোর্ড

বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে ব্যাপক তাণ্ডব চালিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এতে সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও টেকনাফে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার এই তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ড।

সদ্য সমাপ্ত আইরিশ সিরিজ শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিলামের মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ডের খেলোয়াড়দের অটোগ্রাফসহ ব্যাট দুইটি জন্য লাল-সবুজের প্রতিনিধিদের অধিনায়ক তামিমের হাতে তুলে দেয় সংস্থা দুইটি।

রোববার (১৪ মে) তামিমের হাতে ব্যাট দুটি তুলে দেন এসেক্স ক্লাবের প্রধান নির্বাহী জন স্টেফেনসন ও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিস।

এ সময় সংস্থা দুটি সহমর্মিতাও জানায়। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এসেক্স ক্রিকেট ক্লাব জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় প্রবল ঘূর্ণিঝড়ের খবর শুনে আমরা বিধ্বস্ত। বাংলাদেশের মানুষের জন্য আমাদের তরফ থেকে রইলো আন্তরিক শুভকামনা।

একইভাবে আইরিশ ক্রিকেট বোর্ডও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সবাইকে নিরাপদ ও অক্ষত থাকার কামনা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS