কলকাতার অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা

কলকাতার অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা

প্লে-অফে উঠার সম্ভাবনা জিইয়ে রেখে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্বাগতিক চেন্নাইয়ের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় কলকাতা।

এতে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে শাহরুখ খানের দল। তবে দারুণ এ জয়ের পরও দুঃসংবাদ কলকাতা শিবিরে। জরিমানার কবলে পড়েছেন দলটির প্রত্যেক খেলোয়াড়।

মন্থর বোলিংয়ের অভিযোগে এ জরিমানার কবলে পড়েছে দলটি। এর মধ্যে কেকেআরের অধিনায়ক নীতিশ রানা ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য ক্রিকেটাররাও জরিমানা গুনেছেন।

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, চেন্নাইয়ের বিপক্ষে মন্থর বোলিংয়ের জন্য কেকেআরের শাস্তি হয়েছে। যেহেতু এটা তাদের (কেকেআর) দ্বিতীয় অপরাধ, তাই নীতিশের ২৪ লাখ রুপি ও একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট খেলোয়াড়কে ৬ লাখ রুপি বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হলো।

তবে এ শাস্তির কারণে কিছুটা চাপেই থাকবেন কলকাতার কাপ্তান। কারণ, আর এক ম্যাচে মন্থর গতির অভিযোগ উঠলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রথমবার মন্থর গতির বোলিংয়ের জন্য ১২ লাখ রুপি, দ্বিতীয়বারে ২৪ লাখ রুপি এবং তৃতীয়বারের এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS