‘মাইন্ডসেট’ বদলেই ভিন্ন ফরম্যাটে রান করেন জাকের

‘মাইন্ডসেট’ বদলেই ভিন্ন ফরম্যাটে রান করেন জাকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন জাকের আলি অনিক। টেস্ট সিরিজ ড্র ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।বাংলাদেশের কোনো ব্যাটারকে একই সিরিজে ভিন্ন ফরম্যাটে সফল হতে দেখা যায় না।  

এখন জাকের খেলছেন বিপিএলে। সোমবার চিটাগাং কিংসের বিপক্ষে ২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। এরপর সংবাদ সম্মেলনে এসেছিলেন জাকের আলি। ম্যাচ নিয়ে কথার সঙ্গে তার কাছে প্রশ্ন ছিল, ফরম্যাট ঘুরিয়ে সফল হওয়ার প্রসঙ্গও।  

এর পেছনে কোন ব্যাপার কাজ করে জানতে চাইলে জাকের আলি বলেন, ‘আসলে তেমন কিছু না। শিফট করি মাইন্ডসেট। ওরকমভাবে সুইচ করার চেষ্টা করি। ’ 

বিপিএলের পরপরই দলগুলো মাঠে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশ এবার মুখোমুখি হবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আছেন জাকের। এ নিয়ে কী পরিকল্পনা?

জাকেরের উত্তর, ‘আপাতত বিপিএল নিয়েই ফোকাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। ওখানে আমার যে ভূমিকাটা থাকবে, সেরা পারফরম্যান্স করার চেষ্টা করবো। ’

ছয় ম্যাচ খেলে কেবল দুটি জিতেছে সিলেট স্ট্রাইকার্স। এখন তারা পয়েন্ট টেবিলে আছে পাঁচ নম্বরে। সেরা চারে খেলা কি কঠিন হয়ে যাচ্ছে সিলেটের জন্য?

জাকের বলেন, ‘কঠিন না। দল হিসেবে যদি আমরা আমাদের এরকম…ধরেন ব্যাটিং ভালো হচ্ছে অলমোস্ট প্রতিটা ম্যাচে। বোলিংয়ে আরেকটু ধারাবাহিক হলে চান্সেস তৈরি হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS