মার্তিম মনিজ পার্কে বিজয় উৎসব পালনের উদ্দ্যোগ

মার্তিম মনিজ পার্কে বিজয় উৎসব পালনের উদ্দ্যোগ

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয়
দিবস উপলক্ষে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে লিসবনের
মার্তিম মনিজ পার্কে বিজয় উৎসব পালনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে পর্তুগালের সকল সামাজিক, রাজনৈতিক,
আঞ্চলিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সর্বজনীন মহান বিজয়
দিবস পালন করা হবে। আমরা আশা. করি আপনাদের উপস্থিতির মাধ্যমে
একটি সুন্দর ও সর্বজনীন বিজয় উৎসব উদযাপন করা হবে ।
উক্ত অনুষ্ঠানে আপনি/আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য ৷

স্থান । মাতৃম মুনিজ পার্ক
তারিখ । ২৯ ডিসেম্বর ২০২৪ ইংরেজী
সময়। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত



উদযাপন কমিটির পক্ষে প্রধান সমন্বয়ক
রানা তাসলিম উদ্দিন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS