সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।দীর্ঘদিন পরে হলেও সবজি কিনে স্বস্তি মিলছে নগরবাসীর।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজারের ক্রেতা-বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় শীতকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এসব বাজারে শিম কেজিতে ২০ টাকা কমে ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ২০ থেকে ২৫ টাকা পিস, বাঁধাকপি ছোট সাইজের ৪০ টাকা পিস, প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটো কেজি ৬০ থেকে ৮০ টাকা, গাজর ৬০ থেকে ৭০ টাকা, মুলা ২০ টাকা, খিরা ৫০ টাকা, শসা ৬০ টাকা এবং জলপাইয়ের কেজি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী ৭০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ১০০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা এবং কাঁচামরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস, ক্যাপসিকাম কেজি ২৫০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে তারা আশা করছেন।
এ ব্যাপারে শেওড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা মো. দেলোয়ার বাংলানিউজকে বলেন, বাজারে সবজির সরবরাহ বাড়ছে, আগামী সপ্তাহে সব ধরনের সবজির দাম আরও কমবে।
সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। তারা বলছেন, দীর্ঘদিন হলেও বাজারে সবজি কিনে স্বস্তি মিলছে।
এ ব্যাপারে শেওড়াপাড়া বাজারে আসা দেওয়ান মোহাম্মদ ইসমাইল বাংলানিউজকে বলেন, অনেকদিন পর ব্যাগ ভরে সবজি কিনলাম। এই সময়ে আরও দাম কমার কথা ছিল। তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সবজির দাম এমন। তবু সহনশীল।