রাফসানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেফার

রাফসানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেফার

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমানের সঙ্গে উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শুরু হয় প্রায় এক বছর আগে। রাফসানের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ পেলেই সামনে আসে জেফারের সঙ্গে তার প্রেমের বিষয়টি। কথা ওঠে, জেফারের কারণেই বিচ্ছেদ হয়েছে রাফসানের।

এদিকে, গত ১৫ নভেম্বর থাইল্যান্ডে একান্তে সময় কাটাতে দেখা যায় জেফার ও রাফসানকে। এরপর সেই প্রেমের গুঞ্জন নিয়ে আবারও চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও কেউই বিষয়টি নিয়ে এতোদিন প্রকাশ্যে মুখ খোলেননি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জেফার বলেন, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয়ে তার কিছু পরিষ্কার করার নেই। কারণও ব্যাখ্যা করেছেন এই শিল্পী। তার কথায়, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন।

এ বিষয়ে জেফার বলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিচ্ছে আগে থেকেই। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।’

রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেম নিয়ে এই গায়িকা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে…আমি তাদের সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।’

উপস্থাপক রাফসান সাবাব ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তারা। অন্যদিকে, তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ ওয়েব ফিল্মে অভিনয়ও করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS