দেশের হলে মুক্তি পেতে যাচ্ছে ‘সোনিক দ্য হেজহগ ৩’

দেশের হলে মুক্তি পেতে যাচ্ছে ‘সোনিক দ্য হেজহগ ৩’

সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। এটি সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং ‘সোনিক দ্য হেজহগ ২’র সিক্যুয়েল।প্রথম সিনেমার সফলতার পর সিক্যুয়েল হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সোনিকের চরিত্রায়ন প্রশংসিত হয়।

প্রথম দু’টি সিনেমার সাফল্যের পথ ধরে এবার আসছে তৃতীয়টি। সম্প্রতি আন্তর্জাতিকভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

এবারের সিনেমাটিও পরিচালনা করেছেন আগের দু’টির পরিচালক জেফ ফাউলার। সোনিকের চরিত্রে কন্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের কণ্ঠে কলিন ও’শফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি।  

আগের সিনেমার ইঙ্গিত অনুসারে সোনিক, টেইলস এবং নকলস এবার নতুন এক শত্রুর বিরুদ্ধে লড়বে, যেখানে শ্যাডো দ্য হেজহগ নামের এক শক্তিশালী চরিত্রের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শ্যাডোর পরিচয় এবং তার উদ্দেশ্য সিনেমার মূল আকর্ষণ হতে পারে। শ্যাডো চরিত্রটি সোনিকের পুরোপুরি বিপরীত। যেখানে সোনিক পরিবার ও বন্ধুত্ব পেয়েছে, শ্যাডো পেয়েছে কেবল দুঃখ ও ক্ষতি। ট্রেইলারে শ্যাডো এবং সোনিকের মুখোমুখি হওয়ার দৃশ্য, নাকলসের অ্যাকশন এবং চমৎকার অ্যানিমেশন প্রদর্শিত হয়েছে।

প্রথম দুটি সিনেমা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়, যা গেম-অ্যাডাপ্টেড সিনেমাগুলোর মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি সিনেমার সাফল্যের পর তৃতীয় কিস্তি নিয়ে প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি।

সোনিকের চরিত্র, তার মজার কাহিনী ও অ্যাকশন-ভিত্তিক দৃশ্য দর্শকদের মধ্যে ইতোমধ্যেই জনপ্রিয়। তৃতীয় সিনেমা নিয়ে ভক্তরা আশা করছেন আরও বড় আকারের অ্যাডভেঞ্চার এবং নতুন চরিত্রের সংযোজন।

দ্বিতীয় সিনেমার পর ক্রেডিট সিনে শ্যাডো দ্য হেজহগকে দেখানো হয়। এটি তৃতীয় সিনেমায় শ্যাডোর ভূমিকা নিয়ে প্রচুর কৌতূহল সৃষ্টি করেছে। ভক্তরা ধারণা করছেন, শ্যাডো হতে পারে সোনিকের সবচেয়ে বড় প্রতিপক্ষ। সোনিক সিরিজ বরাবরই দর্শনীয় ভিজ্যুয়ালের জন্য প্রশংসিত হয়েছে। এ সিনেমাতেও উন্নত প্রযুক্তি এবং চমকপ্রদ দৃশ্যের আশা করা হচ্ছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS