নরসিংদী চেম্বারের নতুন সভাপতি রাশেদুল হাসান রিন্টু

নরসিংদী চেম্বারের নতুন সভাপতি রাশেদুল হাসান রিন্টু

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদুল হাসান রিন্টু। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া এ ঘোষণা দেন

রাশেদুল হাসান রিন্টু ম্যানচেস্টার কম্পোজিট টেক্সটাইল মিলসের চেয়ারম্যান, সলিডবেইস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ম্যানচেস্টার কম্পোজিট ও আরহাম মাল্টি ট্রেডিংয়ের স্বত্তাধিকারী।তিনি নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক এবং চৌয়ালা টেক্সটাইল শিল্ল মালিক সমিতির সভাপতি।

একই সঙ্গে আব্দুল কাইউম মোল্লা এবং হাসিব আহম্মেদ মোল্লা যথাক্রমে ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

চেম্বারের নব নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন, মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম, মো. সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু), আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা (রিপন)।

চেম্বার সূত্র জানায়, জেলায় ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা প্রায় ৬৭০০। এবারের নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনে সাধারণ শ্রেণিতে ২১ জন প্রার্থী ও সহযোগী শ্রেণিতে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড।

নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাধারণ শ্রেণির ৯ জন ও সহযোগী শ্রেণির ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন ১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

জানতে চাইলে রাশেদুল হাসান রিন্টু বলেন, আমার পুরো প্যানেলের ওপর আস্থা রাখায় আমি ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞ। নরসিংদী একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আমি ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানের পাশাপাশি নরসিংদীতে নতুন কল-কারখানার জন্য শিল্পনগরী ও বিদেশি বিনিয়োগ আনার জন্য কাজ করে যাব।

তিনি বলেন, দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রয়োজন। গণতান্ত্রিক সরকার আসলে অর্থনৈতিক সংকট থাকবে না, বিনিয়োগ বাড়বে। আমাদের বিশ্বাস দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার আসবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS