পুলিশ আসার খবরেই স্ত্রী-সন্তান রেখে পালালেন সাবেক এমপি তুহিন

পুলিশ আসার খবরেই স্ত্রী-সন্তান রেখে পালালেন সাবেক এমপি তুহিন

দিনাজপুরে আত্মীয়ের বাসায় আত্মগোপনে আছেন ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। এমন খবরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।তবে এ সময় তুহিনকে পাওয়া না গেলেও তার স্ত্রী-দুই সন্তানকে পেয়েছে পুলিশ।

পুলিশ আসার আগেই আত্মীয়ের বাসা ছেড়ে পালিয়ে যান আনোয়ারুল আবেদিন খান তুহিন।  

বুধবার ( ২৫ ডিসেম্বর) সকালে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় একটি বাড়িতে আনোয়ারুল আবেদিন খান তুহিন খুঁজতে অভিযান চালায় পুলিশ।  

এর আগে পুলিশকে তুহিনের ওই বাড়িতে অবস্থানের তথ্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতারা। তুহিনের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়েই পুলিশকে খবর দেওয়ার কথা জানান তারা।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অন্তু খান বলেন, শহরের বালুয়াডাঙ্গা এলাকার একটি বাড়িতে এই সাবেক সংসদ সদস্য আত্মগোপনে আছেন বলে খবর পাই। পরে আমরা তিনজন শিক্ষার্থী ওই এলাকার এম.এ কুদ্দুসের বাড়িতে প্রবেশ করলে সেখানে ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য তুহিন ও তার স্ত্রীকে দেখতে পাই। আমরা তার সঙ্গে কথাও বলি। এরই মধ্যে ওই বাড়ির লোকজন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমরা মাত্র তিনজন শিক্ষার্থী থাকায় সবাইকে হ্যান্ডেল করা কষ্টকর ছিল। এক পর্যায়ে তুহিন ওয়াশরুমে যেতে চাইলে তিনি যেন পালাতে না পারেন সেজন্য ওয়াশরুমের বাইরে থাকতে চেয়েছিলাম। কিন্তু ওই বাড়ির নারীরা আমাদেরকে থাকতে দেয়নি। এ সময় আমরা বিষয়টি পুলিশকে অবহিত করি এবং বাড়ির বাইরে অবস্থান করি। সকাল সাড়ে ৯টায় আমরা পুলিশ সুপার স্যারকে ফোন দিই, পুলিশ পৌঁছায় সকাল ১০টা ২০ মিনিটে। এরপর পুলিশকে বাড়ির লোকেশন দিয়ে আমরা বাইরে অবস্থান করি। পুলিশ বাড়িতে প্রবেশ করে অভিযান চালায়। তবে সেখান থেকে সাবেক সংসদ সদস্য তুহিনকে পায়নি।  

তিনি আরও বলেন, স্থানীয়রাও জানিয়েছেন, তুহিন ওই বাড়িতে ছিলেন। প্রশাসন যদি কঠোরভাবে নজরদারি রাখে তাবে দিনাজপুরেই তাকে পাওয়া যাবে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকাল ১০টার দিকে আমরা খবর পাই সাবেক সংসদ সদস্য তুহিন তার শ্বশুরবাড়ি দিনাজপুরের বালুয়াডাঙ্গায় আত্মগোপনে আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করি, কিন্তু তাকে আমরা পাইনি।  

এ বিষয়ে দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান জানান, তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে আমরা ওই বাড়িতে অভিযান করেছি, কিন্তু তাকে পাইনি। তিনি কোথাও রয়েছে এমন তথ্য পেলে তাকে গ্রেপ্তার করা হবে।  

জানা যায়, আনোয়ারুল আবেদীন খান তুহিন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আওয়ামী লীগ থেকে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েও অংশগ্রহণ করেছিলেন। তবে বিজয়ী হতে পারেননি। জুলাই অভ্যুত্থানের পরে তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS