হলিউডেও নিজেকে প্রমাণ করেছেন এই বলিউড অভিনেতা

হলিউডেও নিজেকে প্রমাণ করেছেন এই বলিউড অভিনেতা

আজ ২৪ ডিসেম্বর তিনি ৬৮ বছর পূর্ণ করলেন। ১৯৫৬ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম এই সফল অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজকের। ১৯৭৯ সালে ‘হামারে তুমহারে’ সিনেমায় একটি ছোট চরিত্র দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর তেলেগু সিনেমা ‘ভামসা ভ্রুক্ষাম’ দিয়ে পূর্ণাঙ্গ চরিত্রে পদার্পণ। অভিনয় করেছেন বিখ্যাত পরিচালক মণি রত্নমের সিনেমায়। একসময় বলিউডের আঙিনা পেরিয়ে হলিউডেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। এই জনপ্রিয় বলিউড অভিনেতার নাম অনিল কাপুর। জন্মদিনে চলুন জেনে নিই অনিল কাপুর অভিনীত কয়েকটি হলিউড সিনেমা-সিরিজের কথা।
‘স্লামডগ মিলিয়নিয়ার’ (২০০৮): ড্যানি বোয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিয়নিয়ার’ বহুল জনপ্রিয় একটি সিনেমা। কম বাজেটে নির্মিত সিনেমাটি অস্কার, গোল্ডেন গ্লোবসহ অনেকগুলো পুরস্কার লাভ করে। ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এ অনিল কাপুর ‘প্রেম কুমার’ চরিত্রে অভিনয় করেন, যা তাঁকে সর্বাধিক পরিচিতি এনে দেয়। সেই সঙ্গে তিনি সমালোচকদের কাছেও প্রশংসিত হন। মজার ব্যাপার হচ্ছে, প্রেম কুমার চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে শাহরুখ খানকে প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

২৪ (২০১০): অনিল কাপুর মার্কিন জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘২৪’-এর অষ্টম সিজনে ‘ওমর হাসান’ চরিত্রে অভিনয় করেন। যিনি কিনা ইসলামিক রিপাবলিক অব কামিস্তানের প্রেসিডেন্ট। এ চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়ে দেন অনিল কাপুর।

মিশন ইমপসিবল-গোস্ট প্রটোকল (২০১১): জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির এই কিস্তিতে অনিল কাপুর ভারতীয় টেলিকমিউনিকেশন উদ্যোক্তা ব্রিজ নাথের ভূমিকায় হাজির হন। যদিও তাঁর উপস্থিতি ছিল অল্প সময়ের, তারপরও হলিউড এই ফ্র্যাঞ্চাইজিতে বলিউডের যোগ ঘটিয়েছেন তিনি।

ফ্যামিলি গাই (২০১৬): মার্কিন অ্যানিমিটেড সিরিজ ‘ফ্যামিলি গাই’-এ অনিল কাপুর একটি অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন। এ ছাড়া এ সিরিজের ‘রোড টু ইন্ডিয়া’ পর্বের একটি চরিত্রে তিনি কণ্ঠও দেন। পর্বটি ২০১৬ সালের ২২ মে প্রচারিত হয়। এতে কণ্ঠ দেওয়ার সময় তিনি ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর প্রেম কুমার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছিলেন।

রেনারভেশনস (২০২৩): চার পর্বের ডকু সিরিজ ‘রেনারভেশনস’-এ অভিনয় করেছেন অনিল কাপুর। সিরিজটিতে হলিউড অভিনেতা জেরেমি রেনার তাঁর সহকর্মীদের নিয়ে দুনিয়ার নানা প্রান্তে হাজির হন। নানা ধরনের গাড়ির রূপ বদলে স্থানীয় জনগোষ্ঠীর কাজে লাগানোর উপযোগী করে তোলেন। ‘রাজস্থান, ইন্ডিয়া: বিল্ডিং আ মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট সেন্টার’ পর্বে জেরেমির সঙ্গে যোগ দেন অনিল কাপুর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS