নারীর মৃত্যুর মামলায় জিজ্ঞাসাবাদে আল্লু অর্জুনকে যে ১০ প্রশ্ন করেছে পুলিশ

নারীর মৃত্যুর মামলায় জিজ্ঞাসাবাদে আল্লু অর্জুনকে যে ১০ প্রশ্ন করেছে পুলিশ

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে পুলিশকে নাকানিচুবানি খাইয়েছেন প্যান ইন্ডিয়ান তারকা আল্লু অর্জুন। কিন্তু বাস্তবে পুলিশের প্রশ্ন সামলাতে হচ্ছে তাঁকে। এখন তিনি ‘ফায়ার’ নন, ‘ফ্লাওয়ার’ হয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে এক নারীর মৃত্যুর সঙ্গে আল্লু অর্জুনের নাম জড়িয়ে গেছে। এ আকস্মিক মৃত্যুর অন্যতম মূল অভিযুক্ত হলেন তিনি।

আজ বেলা ১১টা নাগাদ চিক্কদপল্লি পুলিশ স্টেশনে পৌঁছেছেন আল্লু অর্জুন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জানা গেছে, পুলিশ এই দক্ষিণি তারকার কাছে মূলত ১০টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। প্রশ্ন ১০টি হলো—
১. ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শোর জন্য সন্ধ্যা থিয়েটারে যাওয়ার কি অনুমতি দেওয়া হয়েছিল আপনাকে?
২. ম্যানেজমেন্ট কি আপনাকে আগেই সন্ধ্যা থিয়েটারে না আসার কথা বলেছিল?
৩. এ কার্যক্রমের জন্য যে পুলিশ অনুমতি দেয়নি, এ কথা আপনি কি জানতেন?
৪. আপনি ও আপনার পিআর টিম কি পুলিশের অনুমতি নিয়েছিল?
৫. আপনার পিআর টিম কি আপনাকে আগেই সন্ধ্যা থিয়েটারের আশপাশের পরিস্থিতির কথা জানিয়েছিল?
৬. আপনি ওখানে কতজন বাউন্সার নিয়োগ করেছিলেন?
৭. ওই সময়ে ঘটনাস্থলের অবস্থা কেমন ছিল?
৮. আপনি কি ঘটনার সময় উপস্থিত ছিলেন? যদি থাকেন, তাহলে সে সময় পরিস্থিতিকে কীভাবে সামলেছিলেন?

৯. সন্ধ্যা থিয়েটারে আসার মূল পরিকল্পনা কার ছিল?
১০. ওই নারীর মৃত্যুর খবর আপনি কখন জানতে পারেন?

৪ ডিসেম্বর রাতে সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার শো চলাকালে রেবতী নামের এক নারী পদদলিত হয় মারা যান। তাঁর ১৩ বছরের ছেলে এ ঘটনার শিকার। রেবতীর ছেলে শ্রীতেজ গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ২০ দিন ধরে কোমায় আছে শ্রীতেজ। এদিকে রেবতীর স্বামী ভাস্কর আল্লুর বিরুদ্ধে মামলা ফিরিয়ে নিতে চান বলে জানিয়েছেন। জানা গেছে, পুলিশ রেবতীর মৃত্যুর ঘটনাকে রিক্রিয়েট করতে পারে।

গত রোববার আল্লু অর্জুনের বাংলোয় আটজন হামলা করেছিল। এই আটজনকে গতকাল গ্রেপ্তার করেছিল পুলিশ। জানা গেছে, আজ তারা জামিনে ছাড়া পেয়েছে। পুলিশ আল্লুর বাংলোর বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। অভিনেতার বাংলোর বাইরে ব্যারিকেড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS