১৪০ দিন পর গণঅভ্যুত্থানে শহীদ নাইনের মরদেহ উত্তোলন

১৪০ দিন পর গণঅভ্যুত্থানে শহীদ নাইনের মরদেহ উত্তোলন

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ পাবনার সাঁথিয়া উপজেলার সন্তান জুলকার নাইনের (১৭) মরদেহ ১৪০ দিন পরে ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলাধীন জোরগাছা স্বরূপ পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়।পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হয় শিক্ষার্থী নাইন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের মরদেহ উত্তোলন করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাটানো হয়।  

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুরের স্বরূপ গ্রামের আব্দুল হাই আলহাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে ১০ শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়।

বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই গুলিতে নিহত হয় জুলকার নাইন। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরেরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সাঁথিয়ার  স্বরূপে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS