হলে আসছে ফারুকীর ‘840’, জানা গেল মুক্তির দিনক্ষণ

হলে আসছে ফারুকীর ‘840’, জানা গেল মুক্তির দিনক্ষণ

‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’ ট্রেইলার রিলিজের পর পরই বেশ একটা শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সবার মনে একটাই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে ‘840’।দর্শকদের জন্য সুখবর হচ্ছে, মোস্তফা সরয়ার ফারুকী ‘840’ চলতি মাসের ১৩ তারিখে দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় ‘840’- এর অফিসিয়াল পোস্টার। সেখানেই ঘোষণা দেওয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছোবে ‘840’।

অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই ‘840’-তে।  

এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে যেনো ধুন্ধুমার আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’।  

সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন এসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন মোঃ খাইরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS