News Headline :
অভ্যুত্থানকে একটি মহল স্বাধীনতার ওপর স্থান দেওয়ার চেষ্টা করছে: হাফিজ ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না জামায়াত’ খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কক্সবাজারে গুলি করে হত্যা ‘জুলাই ঘোষণাপত্র’ সরকার দেবে না, হবে সবার ঐকমত্যে: মাহফুজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ-বদলি-শৃঙ্খলায় তিন কমিটি গ্রেপ্তারের পর পালালেন সাবেক ওসি শাহ আলম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা ন্যায়বিচারটা দেখতে চাই, ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধান বিচারপতি বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র: প্রেস উইং মোদীর সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
বিয়ে করলেন তানজিকা আমিন

বিয়ে করলেন তানজিকা আমিন

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন।  

শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

বিয়ের খবর তানজিকা নিজেই গণমাধ্যমকে জানান। এছাড়া সামাজিকমাধ্যমেও বিয়ের ছবি প্রকাশ করেন।  

নিজের বিয়ে প্রসঙ্গে তানজিকা জানান, তিনি কখনও ভাবেননি যে জীবনে সিঙ্গেল থাকবেন। তার এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার তার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি মাসেই বিয়ে পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করার ইচ্ছে রয়েছে তার। তানজিকার বর অস্ট্রেলিয়া প্রবাসী। বরের নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে এ অভিনেত্রীর পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

বিয়ের পর কি দেশে থাকবেন নাকি অস্ট্রেলিয়ায় চলে যাবেন? এমন প্রশ্নে তানজিকা বলেন, অভিনয় তো আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া-আসার মধ্যে থাকতে হবে।

বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।

বরের ব্যাপারে তিনি জানান, সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার ওপর চাপও ছিল। একটা সময় এসে পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও তাকে ভালো লাগত। আমি জানতাম, সে খুব ভালো একজন মানুষ। মানবিক মানুষ। মনে হয়েছে, সেই আমার জন্য সবচেয়ে সঠিক মানুষ, যাকে জীবনসঙ্গী করা যায়।

প্রসঙ্গত, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS