স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্টিয়াগো বার্নাব্যু নতুন করে সাজানো এবং চারপাশের পরিবেশ সজ্জিতকরণের জন্য আইপিআইসি’র সঙ্গে ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছিলো। তবে চুক্তির সেই অর্থ পাচ্ছে না স্প্যানিশ ক্লাবটি।
গণমাধ্যমের খবর, ২০১৪ সালে আবুধাবী ভিত্তিক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে স্পন্সরশিপ চুক্তিতে সম্মত হয় চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক সাফল্য পাওয়া ক্লাবটি। তবে ২০১৭ সালে প্রকৃত প্রকল্পটি বাতিল করে দেয়ায় কোম্পানিটি নিজেদের সরিয়ে নেয়।
বিবাদ মিমাংসার জন্য রিয়াল মাদ্রিদ প্যারিসে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রেড কোর্টে গেলেও সেটি আইপিআইসির পক্ষে যায়। ফলে কোম্পানিটিকে ৪০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে না।
রায় অনুসারে,স্প্যানিশ ক্লাবটি নতুন মডেলের জন্য সুযোগ এবং কাজের আকার-আকৃতি পরিবর্তন ও অনুমোদনের জন্য কোম্পানিটির কাছে অনুরোধ করেনি। ফলে মামলার রায় আইপিআইসি’র পক্ষে গেছে।