লাখো সৌদি প্রবাসীকে গানে গানে মাতালেন জেমস

লাখো সৌদি প্রবাসীকে গানে গানে মাতালেন জেমস

সৌদি প্রবাসীদের গানে গানে মাতালেন নগরবাউল জেমস।  

শুক্রবার (২২ নভেম্বর) রাতে রিয়াদের আল-সুওয়াইদি পার্কে বাংলাদেশ উৎসবে একের পর এক গান গেয়ে মাতিয়ে তোলেন প্রবাসীদের।এর আগে আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।  

জেমস তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এসব গানের মধ্যে ছিল  ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘মীরা বাঈ’,  ‘পাগলা হাওয়ার তোড়ে’,  ‘না জানি কোহি’ প্রভৃতি।

স্থানীয় সময় রাত ৮ টার দিকে মঞ্চে উঠেন জেমস। এসময় তার মাথায় ছিলো লাল গামছা বাঁধা। পরনে কালো টি-শার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন,’‘তোমরা আমার জান। বেঁচে থাকলে আবার দেখা হবে। ’

জেমসের গানের তালে তালে মেতে উঠেন লাখো প্রবাসীরা।  

আয়োজকরা জানিয়েছেন আল-সুওয়াইদি পার্কে  ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ।  ছবি: ডিএইচ বাদল

আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ। ছবি: ডিএইচ বাদল

জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস। তবে সৌদি আরবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথম বারের মতো সৌদি আরবে কনসার্ট করলেন  জেমস।

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ উৎসব’।  সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করেছে। শুক্রবার ছিল উৎসবের তৃতীয় দিন। আগামীকাল শনিবার এই উৎসব শেষ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS